August 2, 2025, 4:34 am

মাধবদীতে একাধিক মিথ্যা মামলা দিয়ে ও জোরপূর্ব ভাবে জমি দখল: ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

সংবাদদাতা, নরসিংদী- 155 View
Update : Saturday, February 15, 2025

নরসিংদীর মাধবদীতে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও জোরপূর্ব ভাবে জমি দখল, মালামাল লুটপাট বিচারের দাবি ও এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে মাধবদী থানা প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, সাইফুল রহমান, লোকমান হোসেন, আতিকুর রহমান, রিফাত হোসেন, মুক্তি বেগম সহ ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ।

ভুক্তভোগীরা বলেন, নরসিংদী সদর উপজেলার কাঠালিয়া ইউনিয়নের নোয়াকান্দী গ্রামে ভুয়া খারিজ ব্যবহার করে তাদের পৈতৃক সম্পত্তি জোর পূর্বক দখল করে নেয়, গাছপালা কেটে পুরনো স্থায়ী স্থাপনা সহ প্রায় ১৫লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় অভিযুক্ত আমিনুল ইসলাম(৪০), মো. মাসুদ মিয়া(৩৭), শামিম কবির লিটন(৩৭), খোকন মিয়া (৩৫), মো. হারুন মিয়া, মিয়া(৩৬), মতিন মিয়া(৪৫), আবু কালাম(৩০), সাইফুল ইসলাম(২৬) ও আবু সাঈদ(৩০) ও আরিফ মিয়া(৩৮) সহ তাদের সাঙ্গুপাঙ্গুরা। এসব বিষয়ে আইন প্রশাসনকে অবগত করেও কোন প্রতিকার পায়নি তারা।

এছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে প্রতিবাদ করা হলে আওয়ামী লীগ সরকারের আমলে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদী সহ প্রায় ১৮টি মিথ্যা মামলা দায়ের করেছে। ৫ আগস্টের পর পুনরায় দোকানপাট জ্বালিয়ে ভয়ভীতি দিখিয়ে ভুক্তভোগীদের বাড়ি ছাড়া করেছে অভিযুক্তরা। এমতাবস্তায় নিরুপায় হয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনায় করে সংবাদ সম্মেলন করেতে বাধ্য হয় ভুক্তভোগী পরিবারের সদস্যরা।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর