August 2, 2025, 4:30 am

সিরাজগঞ্জে দেয়াল ধসে ২ শ্রমিকের মৃত্যু, আহত ৩

Reporter Name 97 View
Update : Saturday, March 15, 2025

সিরাজগঞ্জে রাস্তার ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তিনজন। শনিবার (১৫ মার্চ) সকাল ১১টার দিকে শহরের পৌসভার সাহেদনগর (ব্যাপারিপাড়ায়) এই ঘটনা ঘটে। নিহত ও আহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন কবির জানান, সকালে শহরের সাহেদনগর ব্যাপারিপাড়ায় ড্রেন নির্মাণের খননকাজের জন্য পাঁচ শ্রমিক কাজ করছিল। এ সময় পাশ্ববর্তী একটি বাড়ির দেয়াল ধসে পড়লে চাপা পড়ে পাঁচ জন। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা তাদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল ও একটি বেসরকারি হাসপাতালে পাঠায়। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে এক শ্রমিকের মৃত্যুর ঘোষণা করে চিকিৎসক। এ ছাড়া মেডিনোভা হাসপাতালে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজনের মরদেহ জেনারেল হাসপাতাল মর্গে ও অন্যজনের মরদেহ স্বজনেরা বাড়িতে নিয়ে গেছেন।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক মো আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মাটি থেকে পাঁচ ফুট নিচে খননের কাজে নিয়োজিত শ্রমিকরা কাজ করছিল। এ সময় রাস্তার পাশে বাড়ীর ৬-৭ ফুট উঁচু একটি দেয়াল ধসে পড়ে। এতে পাঁচ শ্রমিক চাপা পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। পর দুজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ছাড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর অপর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর