August 2, 2025, 4:38 am

ভাইরাল নিউজ

স্ত্রীর তালাকনামা পেয়ে দুধ দিয়ে গোসল করে ভাইরাল যুবক
Reporter Name 67 View
Update : Tuesday, April 8, 2025

স্ত্রীর পাঠানো তালাকনামা হাতে পাওয়ার পর ‘পাপমুক্তির’ আশায় ২০ লিটার গরুর দুধ দিয়ে গোসল করেছেন বরগুনার এক যুবক। পরে ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের ছোনবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। দুধ দিয়ে গোসল করা ঐ ব্যক্তির নাম হেলাল ফকির (৪০)। তিনি ছোনবুনিয়া গ্রামের সিদ্দিক ফকিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হেলাল ফকিরের সঙ্গে লিপি আক্তার নামের এক নারীর বিয়ে হয় প্রায় এক যুগ আগে। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তবে কয়েক মাস ধরে স্ত্রী লিপির সঙ্গে হেলাল ফকিরের দাম্পত্য কলহ চলছিল। বিষয়টি তীব্র হলে লিপি এক সন্তান রেখে বাবার বাড়ি চলে যান। এরপরে তিনি তালাকনামা পাঠিয়ে দেন। তালাকনামা পেয়ে নিজ বাড়ির উঠানে স্বজন ও এলাকাবাসীর সামনে ২০ লিটার গরুর দুধ দিয়ে গোসল করেন হেলাল ফকির।

হেলাল ফকির বলেন, ‘কয়েকমাস ধরে সে পরকীয়ায় আসক্ত হয়ে পড়েছে। এ নিয়ে পারিবারিক কলহ সৃষ্টি হয়। এক পর্যায়ে লিপি তার বাবার বাড়ি চলে যায়। গতকাল তার তালাকনামা হাতে পেয়েছি। এতে খুশি হয়ে স্ত্রীর পরকীয়ার পাপ মোচন করতে দুধ দিয়ে গোসল করেছি।’


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর