October 7, 2025, 4:07 pm

সোশাল মিডিয়া তোলপাড় হবু বউয়ের এই হট নাচ দেখে

Reporter Name 196 View
Update : Friday, October 5, 2018

ভারতীয় বউয়ের চিরাচরিত ধারণা ভেঙে দেওয়ার মতো একটি ভিডিও নিয়ে ভারতে ব্যাপক আলোচনা চলছে। হবু বউ হতে যাওয়াকে চুপচাপ, গোমড়া মুখে দেখেই আমরা অভ্যস্থ।

কিন্তু ভারতীয় সেই ‘দেশি বউ’ বিয়ের আগে বান্ধবীদের সাথে নেচে গেয়ে হইচই ফেলে দিয়েছেন। তার সেই ড্যান্স পার্টির ভিডিও শেয়ার হচ্ছে দেদারছে। এখন পর্যন্ত ইউটিউবে ভিডিওটি দেখা হয়েছে ২৪ লাখেরও বেশি বার। খবর এনডিটিভির।

গায়িকী সিয়ার চিপ থ্রিলস গানের সাথে নৃত্য করা সেই দেশি বউয়ের নাম হচ্ছে আমিশা ভার্দাজ। তার সাথে ছিল তার তিন বান্ধবী। মেকআপ শিল্পী যখন তার রূপসজ্জা করছিল তখনও আমিশাকে গানের তালে সাড়া দিতে দেখা যাচ্ছিল।

এ ছাড়া ক্যাজুয়াল পোশাকেও তাদের দেখা যাচ্ছিল। ফেসবুকে শেয়ার করা ভিডিওটিও ১২ শ’র বেশি শেয়ার করা হয়। ছবিতে প্রতিক্রিয়া বা রিয়েকশনস হয়েছে ৬ হাজারেরও বেশি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর