August 21, 2025, 5:29 am

ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ

Reporter Name 73 View
Update : Saturday, April 26, 2025

ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৬ এপ্রিল) এ বিস্ফোরণে অন্তত ১১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
ইরানি বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, এটি ইরানের সবচেয়ে আধুনিক সামুদ্রিক বন্দর, শহীদ রাজী বন্দর। এই বন্দরটি হোরমোজগান প্রদেশের রাজধানী বন্দর আব্বাস থেকে ২৩ কিলোমিটার পূর্বে এবং হরমুজ প্রণালীর উত্তর দিকে অবস্থিত। বন্দরটি বিশ্বের অন্যতম প্রধান তেল পরিবহণ কেন্দ্র, যেখানে পৃথিবীর মোট উৎপাদিত তেলের প্রায় পাঁচ ভাগের এক ভাগ পরিবহণ করা হয়।

হোরমোজগান বন্দর ও সামুদ্রিক প্রশাসনের কর্মকর্তা ইসমাইল মালেকজাদেহ জানান, শনিবার শহীদ রাজী বন্দরের ডকে বিস্ফোরণের ঘটনা ঘটে। আমরা এখন আগুন নেভানোর কাজ করছি।

হোরমোজগান প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার পরিচালক মেহেরদাদ হাসানজাদেহ সরকারি টেলিভিশনে জানান, আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে, তবে বিস্ফোরণে কতজন হতাহত হয়েছেন সে সম্পর্কে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

বিস্ফোরণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণ এলাকা থেকে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে। এছাড়া অন্য ভিডিওতে দেখা গেছে ক্ষতিগ্রস্ত ভবন এবং গাড়ি পড়ে থাকতে।

এখন পর্যন্ত বিস্ফোরণের কারণ সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। কর্তৃপক্ষ ঘটনাস্থলে উদ্ধার ও আগুন নেভানোর কাজ করছে।

সূত্র: এএফপি


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর