August 2, 2025, 6:01 pm

কাশ্মীর সীমান্তে ফের গোলাগুলি, উত্তেজনার আগুনে ভারত-পাকিস্তান

Reporter Name 96 View
Update : Sunday, April 27, 2025

কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। গত তিনদিন ধরে নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর দু’পক্ষের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটছে। সর্বশেষ শনিবার রাতে সংঘর্ষের ঘটনা ঘটে। রোববার বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ২৬ ও ২৭ এপ্রিলের মধ্যরাতে তুতমারিগালি ও রামপুর সেক্টরের বিপরীতে পাকিস্তানি সেনারা উসকানিমূলকভাবে ছোট অস্ত্র দিয়ে গুলি চালায়। ভারতীয় সেনারা এ হামলার পাল্টা জবাব দিয়েছে বলেও জানানো হয়েছে।

তবে পাকিস্তানের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছায়। দুই দেশ কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া দেখায়- যার মধ্যে রয়েছে ভিসা বাতিল, কূটনীতিক প্রত্যাহার এবং ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ।

সীমান্তবর্তী অঞ্চলে এ সংঘর্ষের ফলে বসবাসকারী সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় দুই দেশের মধ্যে সম্পর্ক আরো খারাপ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা কাশ্মির পরিস্থিতির উপর সতর্ক নজর রাখছেন।

সূত্র: এনডিটিভি


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর