August 21, 2025, 5:52 am

এভারকেয়ার হসপিটাল ঢাকা’র উদ্যোগে নরসিংদীতে মেডিকেল ক্যাম্প

Reporter Name 253 View
Update : Thursday, May 1, 2025

দেশের প্রথম জেসিআই স্বীকৃত হাসপাতাল এভারকেয়ার হসপিটাল ঢাকার উদ্যোগে নরসিংদী ও নিকটবর্তী এলাকার শিশুদের হৃদরোগের চিকিৎসা প্রদানের লক্ষ্যে একটি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (২৯ এপ্রিল) নরসিংদী সদর এলাকায় অবস্থিত প্রাইম জেনারেল হাসপাতালে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্যাম্পটি চলে। এই কার্যক্রমটি দেশের সর্বস্তরের মানুষের জন্য বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিতে এভারকেয়ার হসপিটাল ঢাকার প্রতিশ্রুতিরই একটি অংশ ছিল।

ক্যাম্পের নেতৃত্ব দেন এভারকেয়ার হসপিটালস, বাংলাদেশ (ঢাকা ও চট্টগ্রাম)-এর শিশু হৃদরোগ বিভাগের প্রতিষ্ঠাতা এবং সিনিয়র কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর ডা. তাহেরা নাজরীন। তিনি দিনব্যাপী হৃদরোগে আক্রান্ত শিশুদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ প্রদান করেন এবং স্বল্পমূল্যে ২ডি ও কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষা করেন।

উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন প্রাইম জেনারেল হাসপাতালের চেয়ারম্যান ডা. এস এম এহতেশামুল হক, ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাকসুদুর রহমান, নরসিংদীর সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক, নরসিংদী সদরের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: আবু কাউসার সুমন এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এই মেডিকেল ক্যাম্পটির উল্লেখযোগ্য একটি সেবা ছিল বিশ্বমানের মেশিনের সাহায্যে স্বল্পমূল্যে ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষার মাধ্যমে শিশুদের রোগ নির্ণয় ও পরবর্তী চিকিৎসা প্রদান করা। এছাড়াও, রোগীদের ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট, ভর্তি-পূর্ব সহায়তা এবং উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরের ব্যবস্থাও করা হয়। এভারকেয়ার হসপিটাল ঢাকার শিশু হৃদরোগ বিভাগটি শিশুদের সেরা মানের জন্মগত হৃদরোগ চিকিৎসা প্রদানে বিনামূল্যে ডিভাইস, বেলুন এবং অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করে যেন তারা সঠিকভাবে হৃদরোগের চিকিৎসা পেতে পারে।

ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট ডা. তাহেরা নাজরীন বলেন, “বিশ্বে এক হাজার জন বাচ্চার মধ্যে ৮ থেকে ১২ জন বাচ্চা হৃদরোগ নিয়ে জন্মগ্রহণ করে। আমাদের দেশে জন্মগত হৃদরোগ চিকিৎসা প্রয়োজনের তুলনায় অপ্রতুল । এভারকেয়ার হসপিটালের শিশু হৃদরোগ বিভাগটি অক্লান্তভাবে হৃদরোগে আক্রান্ত সর্বস্তরের শিশুদের চিকিৎসাসেবা প্রদান করছে। এই বিভাগটি বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে বিশ্বমানের সেবা প্রদান করতে বদ্ধপরিকর। এ মানবিক উদ্যোগে সরকারি ও বেসরকারি সব পক্ষকে একসাথে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি।”


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর