August 21, 2025, 7:01 am

হোটেলে নারীর সঙ্গে ছাত্রদল নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল

Reporter Name 172 View
Update : Saturday, May 3, 2025
ছবিতে শফিকুল ইসলাম পলাশ

নোয়াখালীর সুবর্ণচরে হোটেলের কক্ষে নারীর সঙ্গে শফিকুল ইসলাম পলাশ নামে এক ছাত্রদল নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছে। শফিকুল ইসলাম পলাশ স্থানীয় সৈকত সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক।

শুক্রবার (২ মে) রাতে ভিডিওটি নিজের দাবি করে পলাশ বলেন, আমি ভুল করেছি। একটি পক্ষ ভিডিওটি প্রচার করে আমাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছে। বিষয়টি আমার দলের কেন্দ্রীয় দফতরকেও পাঠিয়েছে।

তিনি দাবি করেন, ভিডিওটি চার বছর আগের। সম্প্রতি সৈকত সরকারি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণার পর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আমি ব্যক্তিত্বের প্রশ্নে কখনো আপস করি না।

চরজব্বার থানার ওসি শাহীন মিয়া বলেন, ছাত্রদল নেতা শফিকুল ইসলাম চরজব্বর থানায় সাধারণ ডায়রি করে আইনের সহায়তা চেয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নেতাদের এমন আচরণে অনেকে কলেজের ছাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মঞ্জুরুল আলম রিয়াদ বলেন, এ নিয়ে নতুন গঠিত কমিটির অনেকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ আসছে। বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর