August 4, 2025, 8:41 am

আফগান লিগে ১ম ম্যাচে আফ্রিদির ‘কালো রাত’

Reporter Name 163 View
Update : Saturday, October 6, 2018

আফগান লিগের প্রথম ম্যাচে মাঠে নেমেছিলেন সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শাহীদ আফ্রিদি। তবে অভিষেকটা মোটেও ভালো হয়নি তার। টুর্নামেন্টে হার দিয়ৈ শুরু হয়েছে তাদের। একই সাথে বোলিং এবং ব্যাটিং কোন ভাবেই দলের উপকারে আসেননি এই তারকা।

রান বন্রার ম্যাচে পাকতিয়ার হয়ে যখন ব্যাটিংয়ে নামেন আফ্রিদি তখন পাকতিয়ার সংগ্রহ ১৭১ রান। ১৬তম ওভারের খেলা চলে তখন। একপ্রান্তে সিকান্দার রাজা তখন ঝড়ো ব্যাটিং করছেন। আফ্রিদির সামনে তাই সুযোগ ছিল দলের বড় সংগ্রহে ভূমিকা রাখার। কিন্তু এই তারকা ৫ বলে ১ রান করে আউট হয়ে যান।

এরপর কাবুলের ব্যাটসম্যানরা যখন ঝড়ো ব্যাটিং করে জয়ের দিকে যাচ্ছে, তখন বল হাতেও কোন ভূমিকা রাখতে পারেনি আফ্রিদি। ৪ ওভার বোলিং করে ৫৫ রান দিয়ে দলের সবচেয়ে ব্যয়বহুল বোলার তিনিই।

আইকন খেলোয়ার ও দলের অন্যতম সেরা খেলোয়ার হিসেবে খেলেও তার এই ব্যর্থতা হয়তো খুবই দ্রুত ভূলে যেতে চাইবেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর