সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হল আহমেদ শেহজাদ

সময়টা একদমই ভালো যাচ্ছে পাকিস্তানের মারকুটে ওপেনার আহমেদ শেহজাদের। এশিয়া কাপে দল থেকে জায়গা হারানোর পর অস্ট্রোলিয়া সিরিজের আগেও শুনতে হল আরো একটি দু:সংবাদ।
অ্যান্টি ডোপিং নিয়ম ভাঙ্গার অপরাধে সব ধরনের ক্রিকেট থেকে চার মাসের জন্য নিষিদ্ধ হয়েেছ পাকিস্তানি ক্রিকেটার আহমেদ শেহজাদকে। শেহজাদের শাস্তি ২০১৮ সালের ১০ জুলাই থেকে নভেম্বরের ১০ তারিখে পর্যন্ত। এর মাঝের সময়টাকে শেহজাদকে পুনর্বাসনে রাখবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তানের অ্যান্টিং ডোপিং আইনের দুটি ধারা লঙ্ঘন করেছেন শেহজাদ। তবে অভিযোগ মেনে নিলেও ডোপিং করার নিয়ে পিসিবি চেয়ারম্যান এহসান মানি বলেন, ডোপিংয়ের বিষয়ে পিসিবি ক্রিকেটারদের এক চুল পরিমানও ছাড় দেবে না।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর