November 17, 2025, 10:01 pm

নেতার মতোই কথা বললেন মেসি

Reporter Name 167 View
Update : Saturday, October 6, 2018

চ্যাম্পিয়ন্স লিগ না জেতার কারণে গত মৌসুমেও ডাবল জিতে মৌসুম শেষ করতে হয়েছে বার্সেলোনাকে। লিওনেল মেসি এবার এই আক্ষেপটা ঘুচাতে চান।

এবারের মৌসুমে বার্সেলোনার পূর্ণ অধিনায়কত্ব দেওয়া হয়েছে মেসির কাঁধে। মেসি কথাও বললেন নেতার মতোই। বলেছেন অন্য দুই শিরোপার সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ জিতে ট্রেবল জয়ের লক্ষ্য বার্সার।

মেসি বলেন, ‘চ্যাম্পিয়নস লিগ হচ্ছে কেকের ওপর বরফ ছড়িয়ে দেওয়ার মতো। তবে চ্যাম্পিয়নস লিগে ভালো করতে হলে লিগ এবং কাপেও ভালো করতে হবে। আমরা দলের ওপর বাড়তি চাপ দিব না। চ্যাম্পিয়নস লিগ বিশেষ কিছু, আমরা এটা জিততে চাই। কিন্তু লিগ এবং কাপও জিততে চাই আমরা।’

বার্সেলোনার হয়ে মেসির ট্রেবল জয়ের অভিজ্ঞতা আছে। একবার নয়, দুই দুবার বার্সার হয়ে ট্রেবল জিতেছেন আর্জেন্টিনা মহা তারকা। ২০০৮-০৯ সালে স্প্যানিশ লা লিগা, কোপা দেল রে এবং চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল বার্সেলোনা। যাতে সবচেয়ে বেশি অবদান ছিল মেসির। সর্বশেষ ২০১৪-১৫ সালে ওই মেসির কাঁধে ভর করেই ট্রেবল জেতে বার্সা।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর