December 11, 2025, 5:30 pm

সোশ্যাল মিডিয়ায় মোনালিসার যে বোল্ড ছবি নিয়ে হৈচৈই 

Reporter Name 228 View
Update : Saturday, October 6, 2018

সোশ্যাল মিডিয়ায় মোনালিসার যে বোল্ড ছবি নিয়ে হৈচৈই 

মোনালিসা, ওরফে ওরফে অন্তরা বিশ্বাস। এই বাঙালি অভিনেত্রী বহুদিন ধরেই অভিনয় করছেন। তবে বাংলা ছেড়ে তিনি পাড়ি দিয়েছিলেন বলিউডে। কিছুদিন আগে ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’ দ্বিতীয় সিজনে অভিনয়ের মাধ্যমে আবারও বাংলায় ফিরে আসেন।

এই মুহূর্তে ‘নজর’ নামের একটি হিন্দি সিরিয়ালে অভিনয় করছেন তিনি। তার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন মোনালিসা।

এমনিতে বোল্ড ফোটোশুটের বিভিন্ন ছবি ওয়েব মাধ্যমে শেয়ার করেন নায়িকা। সে জন্য শিরোনামেও আসেন কখনও। এবারও মোনালিসার তেমনই একটি ছবি ভাইরাল হয়েছে।

ছবিতে যতটুকু দেখা যাচ্ছে, তা অনাবৃত। হাসি-মুখে পোজ দিয়েছেন ক্যামেরায়। সে ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আয়নার দিকে তাকিয়ে হাসছি।’

‘দুপুর ঠাকুরপো’য় মোনালিসার চরিত্রের নাম ছিল ‘ঝুমা বৌদি’। তাতে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।

‘নজর’ এর গল্প একেবারে আলাদা। এক মহিলা কীভাবে ডাইনিতে পরিণত হয়ে উঠেছে, সে গল্পই পর্দায় দেখছেন দর্শক। এতে মূল ভূমিকায় নজর কেড়েছে মোনালিসার অভিনয়।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর