August 4, 2025, 12:03 pm

জিম্বাবুয়ে সিরিজে কপাল খুলছে যাদের…

Reporter Name 149 View
Update : Saturday, October 6, 2018

আসন্ন জিম্বাবুয়ে সিরিজে পঞ্চপান্ডবের ৪ জন ছাড়াই মাঠে নামতে হতে পারে বাংলাদেশকে। আর এর জন্যেই কপাল খুলতে পারে অনেক জুনিয়র এর পাশাপাশি অনেক সিনিয়র প্লেয়ারদের যারা ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্মেন্স করছেন, এমন সব প্লেয়ারদের।

আর এটি ও নির্বাচকদের বড় সুযোগ আমাদের প্রধান ৪ ক্রিকেটার ছাড়া বাকিদের পারফরম্যান্স দেখার। আমার মতে এই সিরিজে সুযোগ পাওয়ার দাবিদার তুষার ইমরান ,নাঈম ইসলামদের মত অভিজ্ঞ সিনিয়র প্লেয়ারদের। বছরের পর বছর পারফরম্যান্স দেখিয়ে এই সুযোগে যদি তারা টিমে চান্স পান তাদের উচিত তাদের সুযোগটি কাজে লাগানোর। তাছাড়া জুনিয়র ক্রিকেটারদের এই সুযোগে দলে পাকাপোক্ত জায়গা করে নেয়ার। এতে আমাদের পাইপলাইন ক্রিকেটাররা কতটুকু স্ট্রং তার প্রমান মিলবে।

৪ প্রধান প্লেয়ার ছাড়া জুনিয়ররা কিরকম ইন্টেনশন দেখান সেটি সবচাইতে বড় দেখার বিষয়। যদি মাহমুদুল্লাহ থাকে তিনি ই ক্যাপ্টেন হবেন। যাকে আমরা ম্যাশের পরিবর্তে সবচাইতে বিচক্ষণ ক্যাপ্টেন হিসেবে জানি। তার ক্যাপ্টেন্সিতে দল কেমন করে চোখ থাকবে সব বাংলাদেশির।

সুতরাং বলা যাই, জিম্বাবুয়ে সিরিজ হবে বাংলাদেশের সবচাইতে চ্যালেঞ্জিং একটা সিরিজ। জুনিয়রদের পাশাপাশি সম্ভাব্য চান্স পাওয়া সিনিয়ররা তাদের সুযোগ কেমনে কাজে লাগিয়ে দলকে এগিয়ে নিয়ে যান এই আশায় রয়েছে বাংলাদেশ।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর