August 4, 2025, 12:04 pm

সে একজন যোদ্ধা : আকরাম খান

Reporter Name 146 View
Update : Saturday, October 6, 2018

আঙ্গুলের উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে গতকাল দেশ ছেড়েছেন সাকিব আল হাসান। যাওয়ার সময় নিজের আঙ্গুলের অবস্থা নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন তিনি।

সাকিবের ইনজুরি থাকলেও বা আঙ্গুল পুরোপুরি ভালো না হলেও সাকিব পারফরম্যান্সে ঠিক থাকবে বলে মনে করেন সাবেক অধিনায়ক ও বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

তিনি বলেন, ‘সাকিব ব্যথা নিয়েই যেভাবে ভালো খেলেছে, সে একজন যোদ্ধা। বিশ্বের অনেক বড় বড় খেলোয়াড় চোটে পড়ে খেলাই ছেড়ে দিয়েছে, মাশরাফি সেটা করেনি। সাকিবও লড়াকু। কষ্ট হলেও পারফরম্যান্স সে ধরে রাখবে। গুরুত্বপূর্ণ হচ্ছে মানসিকভাবে বিষয়টা আপনি কীভাবে নিচ্ছেন। ওদের অনেক আগ থেকেই চিনি। তারা মানসিকভাবে শক্ত। আশা করি, আগের জায়গায় তারা ফিরে আসবে।’

সাবেক এ অধিনায়ক আরো বলেন, ‘সাকিব ঝুঁকি নিয়ে খেলেছিল এশিয়া কাপে। আলাপ-আলোচনা করেই খেলেছিল। পরে ওর হাত দেখে আমরা ভয়ই পেয়েছিলাম! ইতিবাচক দিক হচ্ছে গুরুতর কিছু হয়নি। ফিজিওর সঙ্গে আমরা কথা বলব। হাতের অবস্থা এত খারাপ হওয়ার পরও সাকিব গিয়েছিল (খেলতে), ব্যাপারটা ফিজিও আগ থেকেই পরিষ্কার করে দিতে পারত। চোট খেলারই অংশ। খেলোয়াড়দের জন্য সেরাটা করার চেষ্টা করব। অস্ত্রোপচারের পর দেখি কী হয়।’


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর