August 4, 2025, 12:35 pm

মোট ১৩ জনেরও বেশি টাইগার ক্রিকেটার ইনজুরিতে আক্রান্ত

Reporter Name 170 View
Update : Saturday, October 6, 2018

এমনিতেই দেশের ক্রিকেটের পাইপলাইন খুব একটা সমৃদ্ধশালী হয়ে ওঠেনি এখনও। তার ওপর এই ইনজুরি ইস্যু স্বাভাবিকভাবেই বেশ ভাবিয়ে তুলেছে বিসিবিকে। আর সেই কারণে বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়ে সেই অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন আকরাম।

তিনি বলেন, ‘আমরা ইনজুরি সঙ্ক্রান্ত বিষয়গুলো নিয়ে ৬-৭ মাস আগে টিম ম্যানেজম্যান্টের সাথে আলাপ আলোচনা করেছিলাম। সত্যি কথা বলতে এখন ১৩-১৪জন ক্রিকেটার ইনজুরিতে আছে এটা আমাদের জন্য অনেক সিরিয়াস একটা ব্যাপার কারণ আমাদের অপশন অনেক কম। আমরা চেষ্টা করছি এবং চিন্তা ভাবনাও করছি, এটা অনেক কঠিন আমাদের জন্য।’

এক্ষেত্রে প্রতিটি পদক্ষেপ যথেষ্ট গুরুত্ব সহকারে নিতে হবে বলেও জানিয়েছেন বিসিবির এই কর্মকর্তা। বিশেষ করে কোন ক্রিকেটারকে কখন খেলানো যাবে সেই সিদ্ধান্তই নিতে হবে বিসিবিকে বিচক্ষণতার সাথে।

আকরাম খানের ভাষায়, ‘প্রত্যেকটা পদক্ষেপ আমাদের অনেক গুরুত্বের সাথে নিতে হবে। কোন প্লেয়ারকে খেলানো যাবে কাকে যাবেনা, আবার এর মধ্যে আমাদের দলেরও জিততে হবে। সব কিছু নিয়ে আমরা বসছি, কিছু খেলোয়াড় আছেন যারা খুব দ্রুত সেরে উঠবেন।’

অবশ্য সাকিব তামিমরা দ্রুতই ফিরছেন না সেটাও জানিয়ে দিয়েছেন সাবেক এই টাইগার অধিনায়ক। বলেছেন, ‘হয়তো সাকিব-তামিমেরটা একটু সময় লাগবে। বাকিদের ইনশাল্লাহ পরিকল্পনা মত করলে এরই মধ্যে আমরা দেখতে পাব। তবে এর মধ্যে আবার কেউ গুরুতর ইনজুরিতে পড়লে তখন কিছু করার থাকবেনা।’


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর