August 3, 2025, 11:27 pm

এই মুহূর্তে দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর সেলিব্রিটি কিম কার্দাশিয়ান, কারণ…

Reporter Name 182 View
Update : Sunday, October 7, 2018

যদিও তিনি ক্ষতিকারক নন, তবুও সবচেয়ে ভয়ঙ্কর নাম কিম কার্দাশিয়ান! বিষয়টি আপনার কাছে বেশ অবাক করা মনে হতে পারে। কিন্তু এটাই সত্যি! এই মুহূর্তে দুনিয়ার সবেচেয়ে ভয়ঙ্কর সেলিব্রিটি নাম হচ্ছে কিম কার্দাশিয়ান।

তবে এই বাস্তবে এই সেলিব্রিটি কারো জন্য ক্ষতিকারক নন। তার নামটি অনলাইনে সবচেয়ে বিপজ্জনক। যুক্তরাজ্যে অনলাইনে সার্স করার ক্ষেত্রে ‘Kim Kardashian’ নামটি ব্যবহার করছে হ্যাকাররা। খবর ডেইলি মেইলের।

বিশ্বব্যাপী জনপ্রিয় সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ম্যাকফি এ তথ্য প্রকাশ করেছে। ম্যালিশিয়াস ওয়েবসাইটগুলো (ভাইরাস ছড়ানো ও হ্যাকিংয়ে জড়িত) কোন কোন সেলিব্রিটির নাম ব্যবহার করে সাইবার ক্রাইম করছে তা নিয়ে একটি গবেষণা করে এই ফলাফল প্রকাশ করেছে।

প্রতিষ্ঠানটি মোট ১০ জন সেলিব্রিটির নাম প্রকাশ করেছে। ওই তালিকার শীর্ষে রয়েছেন কিম। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে সুপার মডেল নাওমি কম্পবেল। তৃতীয় অবস্থানে রয়েছেন কিম কার্দাশিয়ানের বোন কর্টনে কার্দাশিয়ান। চতুর্থ অ্যাডেল, পঞ্চম ক্যারোলিন ফ্লাক, ষষ্ঠ রোজ বায়ার্ন, সপ্তম কেম সেটিনা, অষ্টম ব্রিটানি স্পেয়ার্স, নবম ইমা রবার্টস এবং দশম ফেরনে ম্যাকক্যান।

 

গাজীপুরে হোটেলে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় ৩৩ নারী-পুরুষ আটক ভিডিওটি দেখুন….

 

মেঘনায় লঞ্চ-কার্গো সংঘর্ষে বেঁচে গেল দুই শতাধিক যাত্রী / মুহূর্তেই ডুবে গেল: ভিডিওটি দেখুন….

 


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর