July 30, 2025, 10:58 pm

বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকের ‘শীর্ষ পাঁচে আশরাফুল’

Reporter Name 152 View
Update : Tuesday, October 9, 2018
বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকের ‘শীর্ষ পাঁচে আশরাফুল’

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে আছেন তামিম ইকবাল। এটা সবারই জানা। তারপর আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে একটা বিষয় জেনে অবাক হবেন এই রান সংগ্রাহকের তালিকায় সেরা চারে আছেন বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপার স্টার মোহম্মদ আশরাফুল।

এখন পর্যন্ত বাংলাদেশের তিন জন ব্যাটসম্যান ওয়ানডেতে ৫ হাজার রান পূরন করেছেন। এরা হলে তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিক রহিম।

বাংলাদেশের হয়ে ১৯২ টি ওয়ানডে খেলা এই উইকেট কিপার ব্যাটসম্যান ৩৩.০৭৫ গড়ে ৫১৩০ রান করেছেন এখন পর্যন্ত। যেখানে ৬টি শতক এবং ৩০টি অর্ধশতক হাঁকিয়েছেন এই ব্যাটসম্যান।

উল্লেখ্য ৫ হাজারি রানের এই ক্লাবে এর আগে প্রবেশ করা তামিম ইকবালের রান ৬৩০৭। তিনি ম্যাচ খেলেছেন ১৮৩টি। সাকিব আল হাসান ১৯২ ম্যাচে করেছেন ৫৪৮২ রান।

এর পরই আছে আরেক টাইগার ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ। রিয়াদ ১৬২ টি ওয়ানডে খেলে রান করেছেন ৩৫৯৩।

তবে সবচেয়ে অবাক করা বিষয়, পাঁচ বছর নিষিদ্ধ থেকেও শীর্ষ পাচে আছেন আশরাফুল! রিয়াদের পর এই স্থানে আছেন পাঁচ বছর ধরে জাতীয় দলে নিষিদ্ধ থাকা মোহাম্মদ আশরাফুল। ১৭৭টি ম্যাচ খেলা আশরাফুলের রান ৩৪৬৮। এর মধ্যে আশরাফুলের আছে ৩ টি শতক ও ২০ অর্ধশতক।

দেখুন ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রান করা ব্যাটসম্যানদের তালিকা…


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর