September 13, 2025, 11:26 pm

যে তালিকায় কোহলির থেকে এগিয়ে মাহমুদুল্লাহ

Reporter Name 151 View
Update : Saturday, October 13, 2018

এই বছরের আন্তর্জাতিক ম্যাচ খেলার সূচী প্রকাশ করেছে আইসিসি। সেই তালিকায় সবার চেয়ে এগিয়ে আছেন জনি বেয়ারস্টো। ৩৪টি ম্যাচ খেলেছেন তিনি। এছাড়াও বাটলার খেলেছেন ৩৪টি ম্যাচ।

৩৩ ম্যাচ খেলে যথাক্রমে তিনে এবং চারে আছেন ইংলিশ খেলোয়াড় আদিল রশিদ ও জো রুট। তবে আশ্চর্যজনকভাবে ভারতীয় খেলোয়াড়দের মধ্যে তালিকায় নেই রোহিত শর্মা কিংবা বিরাট কোহলি। ২০১৮ সালে নিজ দলের হয়ে যেকোনো ফরম্যাটে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন, এমন তালিকায় আছেন ভারতীয়দের মধ্যে শুধু শিখর ধাওয়ান।

তিনি আছেন পাঁচ নম্বরে। তবে ৩১ ম্যাচ খেলে সাত নম্বরে আছেন বাংলাদেশের মাহমুদউল্লাহ এবং ৩০ ম্যাচ খেলে নয় নম্বরে আছেন মুশফিক। যেখানে মুশফিক ও মাহমুদউল্লাহ ২০১৮ সালে এ পর্যন্ত ৩০টি ও ৩১টি ম্যাচ খেলেছেন, সেখানে ভারতের সবচেয়ে নিয়মিত পারফর্মার বিরাট কোহলি খেলেছেন মাত্র ২৫টি ম্যাচ।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর