October 26, 2025, 11:36 pm

নেট দুনিয়া কাঁপাচ্ছেন এ সুপার সুন্দরী

Reporter Name 180 View
Update : Sunday, October 14, 2018

ভারতের মেয়ে অঞ্জিনি বলিউডে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এরই আগে তার ছবি ইন্টারনেট দুনিয়া কাঁপাচ্ছে। দেখুন অঞ্জিনির ছবি।

অঞ্জিনি এখন নতুন ইন্টারনেট সেনসেশন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল জনপ্রিয় তিনি।

এই তরুণীর বয়স ১৮ বছর। এর মধ্যেই ইনস্টাগ্রাম আর সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে।

বলিউডে পা রাখতে চলেছেন অঞ্জিনি নামের এই কিশোরী, এ নিয়ে বলিউডে গুঞ্জন চলছে।

অঞ্জিনি বলিউড তারকা বরুণ ধাওয়ানের ভাইঝি। পরিচালক-অভিনেতা সিদ্ধার্থ ধাওয়ানের মেয়ে। ‘হাসিনা মান জায়েগি’, ‘পেয়ার কা ঘর’ খ্যাত অভিনেতা অনিল ধাওয়ানের নাতনি অঞ্জিনি। কাজেই অভিনয় অঞ্জিনির রক্তে মিশে আছে।

শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর এই মেয়েটির প্রিয় বন্ধু। দু’জনে মিলে বেড়াতেও যান। অপর এক বন্ধু আলিয়া কাশ্যপ, পরিচালক অনুরাগ কাশ্যপের মেয়ে।

এই স্টার কিড পার্টি করতে নাকি সবচেয়ে বেশি ভালোবাসেন। থাকেন মুম্বাইতেই। বেশ কয়েকটি ফোটোশুটও করেছেন পেশাদার ফটোগ্রাফারদের সঙ্গে।

এই কিশোরী একের পর এক হট গ্লামারাস ছবি পোস্ট করছেন, আর মুহূর্তে বাড়ছে লাইক।

ফ্যাশন সচেতন এই কিশোরী রীতিমতো লাইমলাইটেই রয়েছেন। তবে এখন পড়াশোনা নিয়েই ব্যস্ত।

অঞ্জিনি বই পড়তে অসম্ভব ভালবাসেন। বন্ধুদের বই উপহারও দেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর