গত বিপিএলে ১৪০ কি.মি বেগে বল করে ‘হোসেন আলী’ এবারও সবার নজরে!

বিপিএলের ৫ম আসরে রাজশাহী কিংসের হয়ে খেলেন তরুন পেসার হোসেন আলী। বিপিএলে গতবার বল করেছেন ১৩৫-১৪০ কিলোমিটার বেগে ১৯ বছর বয়সী বোলারের কাছে এতো গতি আশা করাও অনেক কিছু।
হোসেন আলী: আগামীর গতি তারকা। পড়ুন হোসেন আলীর সম্পর্কে…
বোলিং এ নিয়ন্ত্রন একটু কম কিন্তু সঠিক পরিচর্যায় আমরা আরও একজন স্টার পেতে পারে বাংলাদেশ। পেস বাউন্স ঠিক আছে। শুধু ভ্যারিয়েশন আর কন্ট্রোল এর দিকে মনযোগ দিলে হোসেন আলি হতে পাররে হাসান আলির থেকেও বেটার কেউ।
বাংলাদেশের পাইপলাইনে পেসারের অভাব নেই। দরকার শুধু তাদের সঠিক পরিচর্যার। সঠিক পরিচর্যায় উঠে আসতে পারে অনিক,খালেদ,হোসেন,রানা দের মত উঠতি পেসাররা।
তাই এবারের বিপিএলে আরো পরিনত হোসেন আলীকে দেখতে পাবো আমরা এমনটাই আসা করা যায়।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর