September 13, 2025, 6:59 pm

১০০ বছরের সেরা বোলিং গড়ে রেকর্ডের মালিক

Reporter Name 154 View
Update : Monday, October 15, 2018

ক্রিকেটের ইতিহাসে ওয়েস্ট ইন্ডিজের পেসার মানেই আগুনের গোলা। ক্যারিবীয়দের পেস আক্রমণ বরাবরই ভয়ঙ্কর। তবে বর্তমানে সেই ধার যেন আর নেই! গতি হারিয়েছে ক্যারিবিয়ান ক্রিকেট।

কিন্তু এই হতাশার মাঝেও যেন সেই সুদিনের বাতাস এনে দিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। গত ১০০ বছরের মধ্যে পেসারদের মধ্যে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে কম গড়ের রেকর্ড গেড়েছেন তিনি।চলতি বছর ৬ ম্যাচে ১১ দশমিক ৮৭ গড়ে ৩৩ উইকেট নেন হোল্ডার। ফলে গেল ১শ বছরে সেরা বোলিং গড়ে রেকর্ডের মালিক হন ক্যারিবীয় দলপতি।

এতোদিন এই রেকর্ড ধরে রেখেছিলেন পাকিস্তানের শোয়েব আকতার। ২০০৩ সালে ১২ দশমিক ৩৬ গড়ে ৩০ উইকেট নিয়েছিলেন আকতার।

সেরা বোলিং গড় সর্বশেষ ১শ বছরের (অন্তত ৩০ উইকেট)

খেলোয়াড় বছর উইকেট গড়

জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ, ২০১৮) ৩৩ ১১.৮৭

শোয়েব আকতার (পাকিস্তান, ২০০৩) ৩০ ১২.৩৬

রিচার্ড হ্যাডলি (নিউজিল্যান্ড, ১৯৮৪) ৩৫ ১৩.২০

ইমরান খান (পাকিস্তান, ১৯৮২) ৬২ ১৩.২৯

ইমরান খান (পাকিস্তান, ১৯৮৬) ৩৩ ১৪.২১

ওয়াকার ইউনিস (পাকিস্তান, ১৯৯৩) ৫৫ ১৫.২৩


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর