August 5, 2025, 7:17 am

বিয়ের পর ওজন কমানোর প্রতিশ্রুতি, দম্পতির তাক লাগানো চেহারা দেখুন

Reporter Name 208 View
Update : Tuesday, October 16, 2018

বিয়ের পর আপনি কীসের কীসের পরিকল্পনা করেন? হানিমুন? সিনেমা দেখার? বাইরে ঘুরতে যাওয়ার? দারুণ দারুণ খাওয়ার? কিন্তু এই দম্পতি জিম করে ওজন কমানোর পরিকল্পনা করেছিলেন বিয়ের পর।

ভারতের রাজস্থানের এই মারোওয়াড়ি দম্পতি কী ছিলেন আর কী হলেন, এই ছবি দেখে অবাক হচ্ছেন অনেকেই। মোটা হওয়া শুধু যে শরীরে নানা রোগের জন্ম দেয় না, জীবনযাপনকেও কঠিন করে তোলে।

কখনো বিভিন্ন জয়েন্টে ব্যথা, কখনো পেটের সমস্যা আবার কখনো চলতে ফিরতে সমস্যা হয়। কেউ কেউ এক জায়গায় বসে আর উঠতে না পারার সঙ্কটে থাকেন। মোটা হওয়ার নানান জ্বালা।

রাজস্থানের শহর যোধপুরের এই দম্পতি তিন বছরের পরিশ্রমে নিজেদের ফিটনেসকে এক উচ্চতায় নিয়ে গেছেন।

আদিত্য শর্মার (৪০) ওজন ছিল ৭২ কেজি এবং তার স্ত্রী গায়ত্রী শর্মার ওজন ছিল ৬২ কেজি। এখন গায়ত্রীর ওজন ১০ কেজি কমে গেছে এবং আদিত্যরও যত্নে গড়া সিক্স প্যাক অ্যাবস স্পষ্ট।

শুধু নিজেদের ফিট রাখতেই নয়, শহরের অন্য মানুষদের মধ্যেও ফিটনেস সংক্রান্ত সচেতনতা বাড়াতে এখন দু’জনেই যোধপুরে একটি জিম চালান।

মোটা হওয়া তুলনামূলক সহজ, কিন্তু ওজন কমাতে ততোধিক পরিশ্রম করতে হয়। এই দম্পতিও কঠোর পরিশ্রম করেছেন, ওজন কমিয়ে স্বাস্থ্যকর লাইফস্টাইল বেছে নিয়েছেন তারা।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর