তিনজনকে ছাড়াই ঢাকায় পা রাখল জিম্বাবুয়ে

তিন ওয়ানডে ও দুইটি টেস্ট খেলতে মঙ্গলবার সকাল সাড়ে আটটায় ঢাকায় পা রাখে জিম্বাবুয়ে ক্রিকেট দল। জানা গেছে, প্রথম যাত্রায় ২৩ জন আসলেও টিমের বাদ বাকি তিনজন বিকেল সোয়া পাঁচটায় ঢাকায় পৌঁছাবেন। মূলত আফগানিস্তান প্রিমিয়ার লিগে খেলা থাকায় দলের সঙ্গে আসতে পারেননি তারা।
বিমানবন্দরে কোনো আনুষ্ঠানিক মিডিয়া সেশন ছিল না জিম্বাবুয়ের। সফরকারি দলের কোচ, ম্যানেজার, অধিনায়ক কেউই কথা বলেননি। বিসিবির পক্ষ থেকে অবশ্য আগেই জানিয়ে দেয়া হয়েছিল, বিমানবন্দরে কোনো মিডিয়া সেশন থাকবে না সফরকারিদের। পরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সফরের নানা বিষয় নিয়ে কথা বলবে দলটি।
প্রসঙ্গত, আগামী ১৯ অক্টোবর সফরে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে দল। এরপর ২১ তারিখ শুরু হবে মূল লড়াই।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর