September 13, 2025, 4:44 pm

রুবেল শোনালেন দু:সংবাদ!

Reporter Name 142 View
Update : Friday, October 19, 2018

আগামী কাল বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ দিয়েই শুরু হচ্ছে জিম্বাবুয়ের বাংলাদেশ সফর। প্রস্তুতি ম্যাচের পরে আগামী ২১ অক্টোবর প্রথম ওয়ানডে ম্যাচে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে লড়বে হ্যামিল্টন মাসাকাদজার জিম্বাবুয়ে দল।

এদিকে ইনজুরির কারণে প্রথম ম্যাচে অনিশ্চিত জাতীয় দলের পেস বোলার রুবেল হোসেন। হাতের ইনজুরিতে ভুগছেন তিনি। আজ জাতীয় ক্রিকেট দলের সাথে অনুশীলন করার কথা রয়েছে রুবেল হোসেনের। এর পরই জানা যাবে প্রথম ম্যাচে তিনি খেলবেন কিনা।

বাংলাদেশ দল: মাশরাফি মুর্তজা (অধিনায়ক), লিটন দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, আরিফুল হক, মেহেদী মিরাজ, মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, আবু হায়দার রনি, সাইফউদ্দিন ও ফজলে রাব্বি।

জিম্বাবুয়ে ওয়ানডে স্কোয়াড: হ্যামিলটন মাসাকাদজা (অধিনায়ক), সলোমন মিরে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, পিটার মুর, এলটন চিগুম্বুরা, ডোনাল্ড তিরিপানো, কাইল জারভিস, ব্রান্ডন মাভুতা, রিচার্ড এনারাভা, জন নায়ুম্বু, ওয়েলিংটন মাসাকাদজা, তারিসাই মুসাকান্দা, টেন্ডাই সাতারা, কেফাস ঝুওয়াও।”


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর