September 13, 2025, 4:47 pm

যে কারনে ২৬ জোড়া বিশেষ গ্লাভস অর্ডার দিলেন তামিম

Reporter Name 143 View
Update : Friday, October 19, 2018

বাংলাদেশ ক্রিকেট দলের সেরা ওপেনার তামিম ইকবাল এশিয়া কাপে চোট পেয়ে হাসপাতালে যেতে হয়েছিল। সেদিন ই তার এশিয়া কাপ খেলা শেষ হয়ে যায়। তবে তিনি ভাঙা হাত নিয়ে সেদিন আবারো মাঠে নেমেছিলেন।

পরবর্তীতে দেশে ফিরেন তামিম। জানা যায় বেশিকিছু দিন মাঠের বাইরে থাকতে হবে এই তারকা ক্রিকেটারকে।

সম্প্রতি তামিম জানিয়েছেন, অন্তত এক মাসের মধ্যে ব্যাট ধরার সুযোগ নেই তার। বর্তমানে হাতে রাবারের একটি রিহ্যাব ক্যাপ রয়েছে, যা কি-না রাখতে হবে আরও চার সপ্তাহ। এটি খোলার পরেই হয়তো নামতে পারবেন ব্যাট নিয়ে।

তামিম নিজেকে সেভ রাখতে ভারতের বিখ্যাত ‘ভ্যাম্পায়ার’ কোম্পানির কাছ থেকে বিশেষায়িত ২৬ জোড়া গ্লাভস অর্ডার করেছেন তামিম। যা কিনা তার ব্যাটিংয়ের জন্য আরামদায়ক ও স্বচ্ছন্দ্যপূর্ণ হবে। এসব গ্লাভসে আঙুলের উপরে বাড়তি একটা আবরণ দেয়া থাকবে যে কারণে সেখানে বল লাগলেও তেমন আঘাত অনুভূত হবে না।

তবে তামিম ইকবালের চাচা বিসিবি পরিচালক আকরাম খান জানালেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় অংশেই ফিরতে পারবেন ভাতিজা তামিম।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর