August 8, 2025, 9:08 am

সাত নম্বর পজিশনে একজন যোগ্য ব্যাটসম্যান খুঁজে পেল মাশরাফি

Reporter Name 145 View
Update : Monday, October 22, 2018

সাত নম্বর পজিশনে একজন যোগ্য ব্যাটসম্যান খুঁজে পেল মাশরাফি

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ দল। টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। জবাবে ব্যাট করতে নেমে ইমরুল-সাইফউদ্দিনের ব্যাটে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭১ রান সংগ্রহ করে বাংলাদেশ দল।

বাংলাদেশকে দলের বড় সংগ্রহ গড়ার পিছনে বড় অবদান রেখেছেন সাইফউদ্দিন। সাত নম্বর পজিশনে ব্যাট করতে নেমে অর্ধশতক হাঁকিয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার। বাংলাদেশ দল যখন ১৩৯ রানে ৬ উইকেট হারিয়ে বসে তখন ইমরুলের সঙ্গে ১২৭ রানের জুটি গড়েন তিনি।

যা কিনা দেশের হয়ে সপ্তম উইকেট জুটিতে সর্বোচ্চ রান। শেষ পর্যন্ত ব্যক্তিগত ৫০ রানে ফেরেন সাইফউদ্দিন। ৬৯ বলে ৩ চারে এই ইনিংস খেলেন তিনি। অন্যদিকে ক্যারিয়ার সেরা ১৪৪ রান করে ফেরেন ইমরুল।

এদিকে সাইফউদ্দিনের এমন দুর্দান্ত ইনিংসের কারণে সমস্যার সমধান খুঁজে পেয়েছেন কোচ স্টিভ রোডস এবং অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কেননা অনেক দিন ধরেই সাত নম্বর পজিশনের জন্য একজন যোগ্য ব্যাটসম্যান খুঁজছিল বাংলাদেশ। আর এমন ইনিংস খেলেই হয়তো সাত নম্বর পজিশনটি নিজের করে নিলেন এই পেসার।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর