October 28, 2025, 6:47 pm

মুস্তাফিজ বল না করার কারণ জানালেন মাশরাফি

Reporter Name 174 View
Update : Monday, October 22, 2018

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ২৮ রানে জয় পেয়েছে বাংলাদেশ। মূলত ইমরুল কায়েসের দুর্দান্ত ইনিংসের কারনে এমন জয়ের দেখা পেল টাইগার বাহিনী।বাংলাদেশের দেয়া ২৭২ রানের লক্ষে খেলতে নামলে জিম্বাবুয়ে শিবিরে প্রথম আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। চিপাস ঝুয়াওকে বোল্ড করেন তিনি, তবে ১০ ওভার না করে মোট ৮ ওভার বল করেছেন মুস্তাফিজ।

মুস্তাফিজের বল কম করার কারন জানিয়েছেন মাশরাফি। তিনি বলেন, ‘কনুইয়ে হালকা ব্যথা আছে মুস্তাফিজের। এই কারণে তাঁকে দিয়ে সবগুলো ওভার শেষ করতে পারিনি। তবে আমাদের বাকী বোলাররা দারুণ বল করেছে, বলতেই হবে।’

ইমরুলের ব্যাটিং নিয়ে তিনি বলেন, ‘দিনশেষে জয় পাওয়াটা গুরুত্বপূর্ণ। আমরা শুরুতেই অনেক বেশি উইকেট হারিয়েছি। অনেক বেশি চাপেও ছিলাম শুরুতে। কিন্তু ইমরুল খুব ভাল ব্যাটিং করেছে। আমাদের উপর থেকে চাপ সরিয়ে নিয়েছে।’


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর