August 8, 2025, 6:34 am

এমন হারের কারণ হিসাবে যা বললেন জিম্বাবুয়ের অধিনায়ক

Reporter Name 152 View
Update : Monday, October 22, 2018

বাংলাদেশ-জিম্বাবুয়ের তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলতে গতকাল মাঠে নামছে মাশরাফিরা। এদিকে প্রথম ওয়ানডেতে গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে ২৮ রানের জয় পেয়েছে বাংলাদেশ। তাছাড়া এই জয়ের মূল কৃতিত্ব ইমরুল কায়েসের। কারণ তারা দুর্দান্ত ১৪০ বলে ১৪৪ রানের ইনিংসের জন্যেই বড় লিড নেয় বাংলাদেশ।

কিন্তু এমন হারের পর জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা দলের বোলারদের দায়ী করলেন। তিনি বলেছেন শেষের দিকে একটু ভালো বোলিং করলে এত বড় লক্ষ্য তাড়া করতে হত না। তাছাড়া দলের ব্যাটসম্যানদের পারফর্মেন্সে তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন।

তিনি বলেন আমরা ব্যাটিংয়ে জয়ী হয়েছি। কিন্তু বোলিংয়ে অনেক বড় ব্যবধানে হেরেছি। তাছাড়া শেষ ১০ ওভারে বাংলাদেশ দল ৮৫ রান তুলেছে। শেষের দিকে ইমরুল কায়েস ও সাইফুদ্দিন জিম্বাবুয়ের বোলারদের তুলোধোনা করেছেন।

তবে বাংলাদেশের দেয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১৪৮ রানের মধ্যে দলের ৭ ব্যাটসম্যান সাজঘরে ফিরলেও দলকে জয়ের অনেক কাছে নিয়ে গিয়েছিলেন শেন উইলিয়ামস ও জার্ভিস।

মাসাকাদজা জানিয়েছেন তিনি চিন্তাই করেননি লক্ষ্যের এত কাছে যেতে পারবে তাঁর দল। দলের হারের পেছনে তিনি দায়ী করেছেন শেষ ১০ ওভারের বাজে বোলিংকে। তিনি বলেন ছেলেরা শেষের দিকে দারুণ খেলে আমাদের অনেক কাছে নিয়ে গিয়েছিল।

তিনি আরও বলেন আমি সত্যিই চিন্তা করিনি এই অবস্থানে আসবো। আমরা হেরেছি শেষ ১০ ওভার বাজে বোলিংয়ের জন্য প্রথম ইনিংসে সত্যিই এটা আমাদের পেছনে ফেলে দিয়েছে। তা না হলে হয়তো আমরাই ম্যাচটি জিততে পারতাম।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর