August 8, 2025, 4:09 am

দুবাইয়ে এক সংবাদ সম্মেলনে যা বললেন তামিম ইকবাল

Reporter Name 166 View
Update : Tuesday, October 23, 2018

২০১৯ সালে অনুষ্ঠেয় আইসিসি বিশ্বকাপকে সামনে রেখে সিরিয়াস প্রস্তুতি চালিয়ে যাওয়ার কথা জানিয়ে দেশসেরা ওপেনার তামিম ইকবাল বলেছেন, বিশ্বকাপের আগে আমরা বেশ কিছু টুর্নামেন্ট খেলছি। বিশ্বকাপকে ঘিরে সত্যিই আমরা বেশ গুরুত্বের সঙ্গে প্রস্তুতি নিচ্ছি। আমি মনে করি এসব টুর্নামেন্ট আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড সিরিজে যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি তবে এই গতি বিশ্বকাপে বেশ কাজে দিবে।

গতকাল সোমবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। 

তামিম বলেন, আমরা মাত্র ভালো পারফরমেন্স করতে শুরু করেছি। যদি কঠোর পরিশ্রম করি ও আমাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যাই, তাহলে আমরা সফলতা অর্জন করব। 

তামিম ইকবাল বলেন, ক্রিকেট একটি অনিশ্চিতের খেলা। যদি কারো (খেলোয়াড়) ম্যাচে ভালো সফলতা আসে, আর কেউ যদি চমৎকার টুর্নামেন্ট খেলে তাহলে সে অনেক কিছু অর্জন করতে পারবে। 

তিনি আরও বলেন, আমি মনে করি আমরা দলের সবাই সবটুকু দিয়ে খেলবো। চেষ্টা থাকবে ভালো রান করার এবং উইকেট নেওয়ার। আমরা এটাই করতে পারি। দেখবেন, মাঝে মাঝে ভাগ্য আপনার প্রতি সহায় হচ্ছে না। তবে কখন কী হবে আপনি তা কখনও বুঝতেও পারবেন না।  

গত এশিয়া কাপে বাম হাতের কবজিতে চোট পাওয়ার পর থেকেই খেলার বাইরে রয়েছেন তিনি। 
চোটের কারণে চলতি জিম্বাবুয়ে সিরিজেও নেই দেশ সেরা এই ব্যাটসম্যান।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর