September 11, 2025, 9:38 pm

চট্টগ্রামে মা ও মেয়েকে শ্বাসরোধ করে হত্যা

Reporter Name 183 View
Update : Tuesday, October 30, 2018

নিউজ ডেস্ক-
মঙ্গলবার,৩০ অক্টোবর ২০১৮:
চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার পাঠানটুলি এলাকায় মা ও মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ মা ও তার মেয়ের মরদেহ উদ্ধার করেছে।

নিহতরা হলেন হোসেনে আরা (৪৭) ও মেয়ে পারভিনের (২৩)।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পাঠানঠুলি গায়েবি মসজিদের পাশে একটি ভবনে মা ও তার মেয়ে খুন হয়েছে। নিহত পারভিনের স্বামী মতিন নিজের স্ত্রী ও শাশুড়িকে দুইজনকে হত্যা করেছে বলে এলাকাবাসী জানিয়েছে। ঘটনার পর থেকে সে পলাতক। মতিন রিকশাচালক বলে জানা গেছে। তার বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগরে।

নিহতদের স্বজনরা জানায়, প্রায় এক বছর আগে মতিনের সঙ্গে বিয়ে হয় পারভিনের। পাঠানটুলি গায়েবি মসজিদের বিপরীতে মগপুকুর পাড় এলাকায় তারা ভাড়া থাকতো। পুলিশ লাশ দুটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। মামলার প্রস্তুতি চলছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর