August 8, 2025, 4:11 am

মেসির নামে চালু হবে ট্রফি!

Reporter Name 145 View
Update : Wednesday, October 31, 2018

ক্রীড়া ডেস্ক,বুধবার,৩১ অক্টোবর ২০১৮:
মেসির নামে লা লিগায় নতুন একটি ট্রফি চালু করার কথা ভাবছেন লা লিগা সভাপতি হ্যাভিয়ের তেবাস। এর আগে অবশ্য সাবেক লা লিগা কিংবদন্তিদের নামে ট্রফি চালু করা হয়েছে। তারা হলেন তেলমো জারা, রাফায়েল পিচিচি মোরেনো এবং রিকার্ডো জামোরা। এবার তাই বার্সেলোনা তারকার নামে 'লিওনেল মেসি ট্রফি' নামে একটি পুরস্কার চালুর কথা ভাবা হচ্ছে।

এর আগের তিনটি ট্রফি দেওয়া হয় আলাদা তিন ক্যাটাগরিতে। লা লিগায় স্প্যানিশ ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোলদাতা পান তেলমো জারা ট্রফি, পিচিচি ট্রফি এক মৌসুমে সর্বোচ্চ গোলদাতার জন্য। আর জামোরা ট্রফি পান সেরা গোলরক্ষক। মেসি পাঁচবার বর্ষসেরা ফুটবলার হয়েছেন। নয়বার লা লিগা জিতেছেন। স্পেনের শীর্ষস্থানীয় লিগের ইতিহাসে মেসিই সর্বোচ্চ গোলদাতা। আর তাই তার নামে পুরস্কার চালুর কথা ভাবছেন লা লিগা সভাপতি।

লিগের যিনি সেরা খেলোয়াড় হবেন 'লিওনেল মেসি ট্রফি' পাবেন তিনিই। নতুন পরিকল্পনা এমনটাই। অবশ্য তা এখনো খুব একটা এগোয়নি। বরং লা লিগা সভাপতি তেবাসের ভাবনাটা ভালো লেগেছে। এ নিয়ে লা লিগা সভাপতি বলেন, 'পরিকল্পনাটা ভালো লেগেছে। এটা নিয়ে ভাবতে হবে। খুব ভালো হয় লিগের সেরা খেলোয়াড়ের হাতে মেসির নামে ট্রফি তুলে দিতে পারলে।'

মেসির মত অবশ্য এখনো জানা যায়নি বিষয়টি নিয়ে। নতুন পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হয় মেসির বার্সেলোনা কোচ আরনেস্তে ভালভার্দেকে। তার মতে, এটা মেসি ভালো বলতে পারবেন, 'আমি জানি না কি করা হবে। আপনারা বরং মেসিকে প্রশ্নটা করতে পারেন। কারণ তার নাম ব্যবহার করা হবে। সম্ভবত এটা ভালো পরিকল্পনা। তবে মেসি কি ভাবছে তার ওপর নির্ভর করবে এটি।'


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর