July 31, 2025, 8:20 am

যুবসমাজকে নিজ পায়ে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

Reporter Name 143 View
Update : Thursday, November 1, 2018

নিউজ ডেস্ক, বৃহস্প্রতিবার, ১ নভেম্বর ২০১৮:
পরমুখী না হয়ে নিজ পায়ে দাঁড়ানোর জন্য যুবসমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১ নভেম্বর) বিকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, যুবসমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। তাদের জন্য হাজার হাজার প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে। সেখানে যুবসমাজ কাজ করছে।

তিনি বলেন, সরকার যুবসমাজের কর্মসংস্থানের জন্য নানা কাজ করছে। ক্রীড়া সাংস্কৃতিকসহ সব ক্ষেত্রেই আমরা কাজ করছি।

প্রধানমন্ত্রী বলেন, একটি দেশের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে যুবকরাই হচ্ছে প্রাণ। কর্মঠ যুবসম্পদ তৈরির জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা এবং তাদের কর্মোপযোগী করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, লার্নিং অ্যান্ড আর্নিংয়ের মাধ্যমে যুবকরা লাখ লাখ টাকা আয় করছে। এখন তারা চাকরির পেছনে ছুটে না। নিজেরাই নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন রোল মডেল। বাংলাদেশ একসময় ঝড়, দুর্ভিক্ষ আর দুর্নীতির দেশ হিসেবে পরিচিত ছিল। এখন আর সেই দুর্নাম নেই।

যুবসমাজই দেশকে আগামীর পথে এগিয়ে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর