July 31, 2025, 12:22 am

বিউটি পার্লারে গণধর্ষণের শিকার এক নারী

Reporter Name 175 View
Update : Sunday, November 25, 2018

নিউজ ডেস্ক,রবিবার,২৫ নভেম্বর ২০১৮:
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় একটি বিউটি পার্লারের ভেতর এক নারী গণধর্ষিত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। খবর খালিজ টাইমসের।

খবরে বলা হয়েছে, কলকাতার তিলজালা এলাকায় ওই ঘটনা ঘটেছে। শনিবার (২৪ নভেম্বর) কলকাতার একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ওই নারীর অভিযোগের ভিত্তিতে শুক্রবার অভিযুক্ত তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেছেন, একটি মেডিকেল পরীক্ষায় ওই নারী ধর্ষিত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

পুলিশের কাছে করা ওই নারীর অভিযোগে জানা গেছে, অভিযুক্ত একজন তাকে ওই বিউটি পার্লারে আসতে বলে এবং সেখানে যাওয়ার পর তাকে সে ধর্ষণ করে। ওইসময় সেখানে থাকা দুজন ব্যক্তি পুরো ঘটনা ভিডিও করে। পরে তারাও পর্যায়ক্রমে ধর্ষণ করে।

পুলিশের কর্মকর্তা বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করেছি। এছাড়া আমাদের বিশেষ অফিসাররা ওই নারীর সঙ্গে কথা বলেছেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর