November 3, 2025, 9:29 pm

বিএনপি প্রার্থী মনোয়ার হোসেন কারাগারে

Reporter Name 240 View
Update : Thursday, November 29, 2018

মাগুরা,বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন খানকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) মাগুরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এ আদেশ দেন।

সম্প্রতি তাকে আট সপ্তাহারে জামিন দেন হাইকোর্ট। কিন্তু তথ্য গোপন করার অভিযোগে পরবর্তীতে উচ্চ আদালত তার জামিন বাতিল করে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

আজ আদালতে আত্মসমর্পণ করলে জেলা ও দায়রা জজ তার জামিনের আবেদন বাতিল করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এ মামলায় অন্য আসামিরা জামিনে আছেন।

মাগুরা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কামাল হোসেন জানান, ২০১৫ সালে মাগুরা সদরের মঘির ঢালে ট্রাকে পেট্রোল বোমা হামলায় পাঁচ বালু শ্রমিক নিহত হয়। তৎকালীন মাগুরা জেলা বিএনপি’র সহ-সভাপতি মনোয়ার হোসেন খানসহ ২৩ জনের নামে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি ওসি ইমাউল হক।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর