July 31, 2025, 2:02 pm

নরসিংদী-১ আসনের বিএনপি প্রার্থীকে কারাগারে প্রেরণ

Reporter Name 158 View
Update : Thursday, November 29, 2018

নিউজ ডেস্ক | বৃহস্পতিবার,২৯ নভেম্বর ২০১৮:
বিস্ফোরক মামলায় নরসিংদী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খায়রুল কবীর খোকনকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

বৃহস্পতিবার খোকনের আইনজীবী আদালতে জামিন চেয়ে আবেদন করলে তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন বিচারক মো. আতাউল্লাহ।

নরসিংদীতে গাড়ি পোড়ানোর মামলায় জেলা ও দায়রা জজ আদালতে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনকে হাজির করা হয়।

সে সময় ওই মামলায় তার আইনজীবীরা জামিন আবেদন করলে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ১০ মার্চ সকালে হরতাল চলাকালীন নরসিংদী সদর উপজেলার পাঁচদোনার চৈতাব নামক এলাকায় চলন্ত একটি ট্রাকে পেট্রল দিয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেই ঘটনায় পরের দিন পুলিশ বাদী হয়ে খায়রুল কবির খোকনকে ১ নম্বর আসামি করে সন্ত্রাস দমন আইনে নরসিংদী মডেল থানায় একটি মামলা দায়ের করে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর