September 12, 2025, 1:07 pm

যশোরে বকেয়া টাকা চাওয়ায় যুবককে খুন

Reporter Name 144 View
Update : Thursday, November 29, 2018

নিউজ ডেস্ক | বৃহস্পতিবার,২৯ নভেম্বর ২০১৮:
যশোরে বকেয়া টাকা চাওয়ায় পাপ্পু হোসেন বাবু (১৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। বৃহস্পতিবার শহরের বড়বাজার এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত পাপ্পু হোসেন বাবু শহরতলী শেখহাটি বাবলাতলা এলাকার জলিল উদ্দিনের ছেলে। বাবুকে রক্ষা করতে গিয়ে তার বড় ভাই দিপুও ছুরিকাহত হন।

নিহতের স্বজনরা জানান, যশোর শহরের বড়বাজারের মাছ বাজারের পাশে বাবুর মোবাইল ফোনের রিচার্জের দোকান রয়েছে। এই দোকানে টাকা বাকি রাখা নিয়ে খালধার রোড এলাকার অপুর সঙ্গে তার বিরোধ হয়।

এই বিরোধের জের ধরে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে অপু আরও তিন দুর্বৃত্তকে সঙ্গে নিয়ে বাবুর ওপর হামলা চালায়। তার বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়। তাকে রক্ষা করতে তার বড় ভাই দিপু এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে যশোর হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন। আহত দিপুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি অপূর্ব হাসান বলেন, পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের আটকের জন্য অভিযান চলছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর