August 2, 2025, 3:00 pm

খুলে দেয়ার পর ৫৪ ওয়েবসাইট আবারও বন্ধ

Reporter Name 174 View
Update : Tuesday, December 11, 2018

নিউজ ডেস্ক,মঙ্গলবার,১১ ডিসেম্বর ২০১৮:
দেশের ৫৮টি ওয়েবসাইট বন্ধ করা নিয়ে সোমবার রাত পর্যন্ত চলেছে নাটকীয় ঘটনা। প্রথমে সাইটগুলো বন্ধ করে আবার সেগুলো চালু করে দেয়া হয়। পরে চারটি নিউজ পোর্টাল (পরিবর্তন, প্রিয়ডটকম, ঢাকাটাইমস, রাইজিংবিডি) খুলে দিয়ে মঙ্গলবার রাতে ৫৪ টি সাইট আবার বন্ধ করে দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। রবিবার (৯ ডিসেম্বর) বিটিআরসি থেকে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) ও ইন্টারনেট সেবা প্রদানকারী (আইএসপি) সংস্থাকে এসব ওয়েবসাইট বন্ধের নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছিল।

বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন সাংবাদিকদের জানান, বন্ধ করে দেওয়া সবগুলো ওয়েব পোর্টাল গতকাল (সোমবার) বিকেল পাঁচটার দিকে খুলে দেয়া হয়।

এদিকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সাধারণ সম্পাদক ইমদাদুল হক বলেন, সোমবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের পক্ষ থেকে এসব ওয়েবসাইট বন্ধ করে দেয়ার নির্দেশনা পেয়েছি। এরপর থেকেই ওয়েবসাইটগুলো বন্ধের প্রক্রিয়া শুরু হয়।

তবে এদিন সন্ধ্যায় একপর্যায়ে বন্ধ করে দেওয়া ওয়েবসাইটগুলো খুলে দেওয়া হয়। কিন্তু কিছুক্ষণ পরেই আবার চারটি নিউজপোর্টাল রেখে বাকিগুলো বন্ধ করে দেওয়া হয়। খুলে দেওয়া নিউজপোর্টাগুলো হলো- প্রিয় ডটকম, ঢাকা টাইমস টোয়েন্টিফোর, রাইজিংবিডি এবং শীর্ষনিউজডটকম।

ঠিক কী কারণে একাদশ জাতীয় নির্বাচনের মাত্র ২০ দিন আগে এসব ওয়েবসাইট বন্ধ করা হয়েছিল তার কোনো ব্যাখ্যা দেয়নি বিটিআরসি। তবে এর কারণ রাজনৈতিক হতে পারে বলে জানান আইএসপিএবি সাধারণ সম্পাদক ইমদাদুল হক।

তিনি বলেন, এগুলোর মধ্যে নিউজ পোর্টাল ছাড়া কিছু আছে পার্সোনাল ওয়েবসাইট, কিছু আছে যারা পার্টিকুলার কোনো দলের নিউজ প্রচার করে। এগুলো পলিটিক্যাল কারণেই বন্ধ হয়েছে মনে হচ্ছে। এগুলো সাধারণত বিটিআরসি করে না, প্রধানত করে থাকে আইনশৃঙ্খলা বাহিনী এবং ন্যাশনাল মনিটরিং কমিটি। তারাই তাদের বিভিন্ন ফাইন্ডিংস বিটিআরসিকে দেয়। বিটিআরসি কোঅর্ডিনেশন করে মাত্র।

বন্ধের কারণ প্রসঙ্গে বিটিআরসির সহকারী পরিচালক জাকির হোসেন জানান, নিরাপত্তাগত কারণে রাষ্ট্রের সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থার পক্ষ থেকে এসব ওয়েব পোর্টাল বন্ধ করতে আমরা অনুরোধ পাই। সেই অনুযায়ী রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে বিটিআরসি তার লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোকে চিঠি দেয়।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর