July 31, 2025, 1:25 am

নরসিংদীর মাধবদীতে নৌকা মার্কা সমর্থনে উাঠান বৈঠক

Reporter Name 187 View
Update : Wednesday, December 12, 2018

খন্দকার শাহিন | বুধবার ১২ ডিসেম্বর ১০১৮:

নরসিংদী সদর-১ আসনের নির্বাচনি এলাকা মাধবদীতে নৌকা মার্কার পক্ষে উাঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আওয়ায়ামী লীগ মনোনিত প্রার্থী লে: কর্ণেল (অব:) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু (বীর প্রতীক) এমপি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বুধবার (১২ ডিসেম্বর) বিকালে মাধবদী শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সালাহউদ্দিন আহাম্মেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিকের সঞ্চালনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো: শওকত আলী, মাধবদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব সফিউদ্দিন আহাম্মেদ, নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও আওয়ামী লীগরে মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোতালিব পাঠান, নরসিংদী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সফর আলী ভূইয়া, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাংঠনিক সম্পাদক আনোয়ার হোনের (কমিশনার), নরসিংদী জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী হোসেন শিশিরসহ দলীয় অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
বৈঠকে বিগত সময়ের আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে আগামী ৩০ শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নজরুল ইসলাম হিরুকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য মাধবদী বাসীর প্রতি আহ্বায়ন জানান বৈঠকের বক্তারা।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর