August 6, 2025, 10:30 am

ধানের শীষে ভোট চেয়ে মুক্তিযুদ্ধের চেতনার কথা ‘হাস্যকর’: কাদের

Reporter Name 162 View
Update : Monday, December 17, 2018

নিউজ ডেস্ক,সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮:
ধানের শীষে ভোট চেয়ে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে বেড়ানো ‘হাস্যকর’ ব্যাপার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেন ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মিলিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে গিয়ে ষড়যন্ত্র করছেন। তাঁরা ধানের শীষে ভোট চাইছেন। আবার একইসঙ্গে তাঁরা নিজেদের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বলে দাবি করছেন। এটা স্ববিরোধিতা ও হাস্যকর ব্যাপার।’

সোমবার (১৭ ডিসেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দ্বিতীয় কাঁচপুর সেতুর নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের প্রসঙ্গে কাদের বলেন, ‘আগামীকাল মঙ্গলবারের মধ্যে সরে দাঁড়াতে হবে। সরে না দাঁড়ালে বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

এ প্রসঙ্গে ওবায়দুল কাদের আরও বলেন, ‘যেহেতু মনোনয়নপত্র প্রত্যাহার করার সুযোগ এখন আর নেই, তাই বিদ্রোহী প্রার্থীরা সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারবেন।’

নির্বাচনে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।

এর আগে সেতুমন্ত্রী দ্বিতীয় কাঁচপুর সেতুর নির্মাণকাজের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট লোকজনের সঙ্গে কথা বলেন। সেতুটির নির্মাণকাজ শেষ পর্যায়ে রয়েছে।

এসময় তার সঙ্গে ছিলেন- রেলমন্ত্রী মুজিবুল হক, নারায়ণগঞ্জের সওজের নির্বাহী প্রকৌশলী আলিউল হোসেনসহ সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর