August 4, 2025, 6:53 pm

মারামারি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির অংশ

Reporter Name 161 View
Update : Friday, December 21, 2018

নিজস্ব প্রতিবেদক | শুক্রবার,২১ ডিসেম্বর ২০১৮:
মারামারি বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতির অংশ, নির্বাচনের সিডিউল ঘোষণার পর উত্তপ্ত বাক্যবিনিময় ও উত্তাপ না থাকলে ভালো লাগে না। ভোটের মাঠে সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।

শুক্রবার সকালে রাজশাহী শিল্পকলা একাডেমিতে নির্বাচনে নারীদের সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ক সচেতনতা কর্মশালা অনুষ্ঠানে তিনি একথা বলেন।
সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে তিনি বলেন, বিচারিক ক্ষমতা মূখ্য বিষয় নয়। তারা যে কোন পরিস্থিতি বিবেচনা করে সব ধরনের ব্যবস্থা নিতে পারবে। আদালতের নির্দেশে বেশ কয়েকজনের প্রার্থিতা বাতিল হওয়ায় বিএনপির পুনঃতফসিল দাবি প্রসঙ্গে তিনি বলেন, আইনি বিষয় খতিয়ে দেখে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।

নির্বাচন কমিশনের আয়োজনে এ অনুষ্ঠানে নির্বাচনে নারীদের সুরক্ষা ও সচেতনতার বিষয়ে আরও বক্তব্য দেন বিভাগীয় কমিশনার নূর উর রহমান এবং রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এসএম আবদুল কাদের।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর