August 31, 2025, 12:06 pm

সিইসি ‘মেরুদণ্ডহীন ও অন্ধ’: চরমোনাই পীর

Reporter Name 182 View
Update : Monday, December 24, 2018

নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮:
বর্তমান প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) ‘মেরুদণ্ডহীন ও অন্ধ’ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

তিনি বলেন, ‘সিইসি ‘মেরুদণ্ডহীন ও অন্ধ’ বলেই তিনি সারা দেশে লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে পাচ্ছেন। অথচ দেশে বিরোধীদলীয় নেতাকর্মীরা মাঠে নামতে পারে না, নিজের এলাকায় জনগণের কাছে ভোট চাইতে পারে না।’

সোমবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ভোলা সরকারি স্কুল মাঠে ইসলামী আন্দোলনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

চরমোনাই অভিযোগ করে বলেন, ‘বিরোধী দলীয় প্রার্থীদের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। অফিসে আগুন দেয়া হচ্ছে, কর্মীদের মারধর করা হচ্ছে।’

নিজ দলের প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশে ইসলামী আন্দোলনের সমর্থনে ব্যাপক জনমত তৈরি হয়েছে। বাংলার মানুষ এখন আর লুটেরা, দুর্নীতিগ্রস্তদের ক্ষমতায় দেখতে চায় না। যারা ক্ষমতায় টিকে থাকার জন্য অথবা ক্ষমতায় যাওয়ার জন্য মানুষ হত্যা করে তারা কখনো জনদরদি, দেশপ্রেমিক এবং জনগণের বন্ধু হতে পারে না।’

এসময় তিনি বাংলাদেশের মাটিতে ইসলামকে বিজয়ী করতে, ইসলামী হুকুমাত কায়েম করতে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকে ভোট চান।

ইসলামী আন্দোলন ভোলা জেলার সিনিয়র সহ-সভাপতি মাওলানা তাজউদ্দিন ফারুকীর সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন ভোলা-১ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি ইয়াসিন নবীপুরি, ভোলা-২ আসনের প্রার্থী মাও: ওবায়দুর রহমান বীন মোস্তফা, ভোলা-৩ আসনের প্রার্থী হাফেজ মাও: মোসলেহ উদ্দিন, ভোলা জেলা সাধারণ সম্পাদক মাও: তরিকুল ইসলাম প্রমুখ।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর