November 3, 2025, 9:32 pm

শেষমূহুর্তে ভোটার-এজেন্টদের যে বার্তা দিল বিএনপি

Reporter Name 179 View
Update : Saturday, December 29, 2018

 

সাহস করে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট দেয়ার আহ্বান জানিয়ে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান বলেছেন, ‘জনগণ সজাগ দৃষ্টি রাখবে যাতে কেউ ভোটের আগের রাতে ভোট দিতে না পারে, জাল ভোট দিতে না পারে, বিশৃঙ্খলা সৃষ্টি করে ভোটারদের ভীতসন্ত্রস্ত কিংবা ভোটগ্রহণ বিলম্বিত করতে না পারে।’

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার রাতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

জনগণ ভোট দিতে পারলে ঐক্যফ্রন্ট বিজয়ী হবে উল্লেখ করে প্রার্থী ও এজেন্টদের উদ্দেশে নজরুল ইসলাম খান বলেন, ‘আপনারা শান্তিপূর্ণ এবং সাহসিকতার সঙ্গে এ নির্বাচনে অংশহগ্রহণ করবেন। কেন্দ্রীয় অফিসের সঙ্গে আপনারা সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন এবং সজাগ দৃষ্টি রাখবেন। এজেন্টদেরও সাহসি হতে হবে। ভোটগ্রহণের আগে দেখে নেবেন ভোটের বাক্স খালি আছে কিনা? আর ভোটগ্রহণ শেষে, ভোট গণনা করে কে কত ভোট পেল সেটি নিশ্চিত না হয়ে কোনো সাদা কাগজে সই করবেন না। কোনো অবস্থাতেই প্রিসাইডিং অফিসারের সই ছাড়া সই করবেন না।’

তিনি বলেন, ‘অনেক চেষ্টা করা হবে আমাদের পরাজিত করতে। কিন্তু নেতাকর্মী ও জনগণ তৎপর থাকলে সেটা সফল হবে না। আমরা আশা করব, সবাই সাহস করে ভোটকেন্দ্রে যাবেন নিজের ভোট নিজে দেবেন।’


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর