প্রিজনভ্যানে ধানের শীষের শ্লোগান, শুনে কাঁদলো পথচারী
নিজস্ব প্রতিবেদক | রবিবার,৩০ ডিসেম্বর ২০১৮:
নির্বাচন কমিশন (ইসি)’র বেঁধে দেয়া সময়ের মধ্যে প্রচারণা নিষিদ্ধ হলেও থেমে থাকেনি ধানের শীষের শ্লোগান। মাঝে মধ্যে নিরবতা ভঙ্গ করে সড়ক মহাসড়ক মুখরিত হয়ে উঠে ধানের শীষের শ্লোগানে। তবে সেই শ্লোগানে কোন আনন্দ নেই, নেই উৎফুল্লতা। বেদনা ও কান্না জড়িত কণ্ঠের সেই শ্লোগান শুনে পথচারিদেরকেও আফসোস করতে দেখা গেছে, কেউ কেউ স্লোগান শুনে কেঁদেছেনও।
এটি শুধু শনিবারের দৃশ্য নয়; একাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণার পর থেকে এমন শ্লোগান মহাসড়কে প্রায়ই উচ্চারিত হতে শুনা যায়।
শনিবার বিকেল সাড়ে ৪টায় গাজীপুর আদালত থেকে প্রিজন ভ্যানে করে আসামীদের জেলখানায়নেয়া হচ্ছিল। এ সময় তারা কান্না জড়িত কণ্ঠে ধানের শীষ প্রতীকের শ্লোগান দিচ্ছেলেন। তাদের এই শ্লোগান উৎসুক পথচারীরা আগ্রহভরে শুনছিলেন এবং অনেকে আফসোস করে কাঁন্না করছিলেন।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর








