উত্তরায় তরুণীকে আটকে রেখে ধর্ষণ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা আটক

উত্তরা প্রতিনিধি,
রাজধানীর উত্তরায় এক তরুণী (১৯) কে একমাস আটকে রখে ধর্ষণ করার অভিযোগে বিমানবাহিনীর সাবেক এক সার্জেন্ট আনিসুর রহমান আসাদ (৪৮) রবিবার রাতে আটক করেছে পশ্চিম থানা পুলিশ।
ধর্ষিতার ভাই সাইফুল ইসলাম জানান, আটক আনিসুর রহমান আসাদ নিজেকে সেনাবাহিনীর মেজর এবং প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দিয়ে উচ্চ বেতনে চাকরির কথা বলে তার বোনকে একমাস আগে তার উত্তরার বাসায় আনে। কিন্তু বাসায় আনার পর থেকে পরিবারের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। পরিবারের কেউ ফোন দিলেও ওই তরুনীর সাথে কথা বলার সুযোগ না দিয়ে তাদের সাথে উক্ত আনিসুর অশ্লীল ভাষায় কথা বলতে থাকে এবং যোগাযোগ করতে নিষেধ করে। বিষয়টি সন্দেহ হলে তার ভাই সাইফুল ইসলাম রোববার উক্ত কথিত মেজরের উত্তরার বাসায় আসেন। কিন্তু কোনভাবেই তাকে বাসায় প্রবেশ করতে দেয়া হয়নি বরং তাকে অশ্লীল ভাষায় গালাগাল করে চলে যেতে বলে
পরে বিষয়টি সন্দেহ হলে সাইফুল পশ্চিম থানায় এসে পুলিশকে বিষয়টি জানায়। পুলিশ বাসায় গিয়ে তরুনীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। উক্ত ভিকটিম তার ভাই সাইফুল ইসলামকে জানান, এক মাস ধরেই আনিসুর তাকে আটকে রেখে প্রতিদিন তাকে ধর্ষণ করে এবং ভয়-ভীতি দেখায় যে পরিবারে কারো সাথে যোগাযোগ করলে তাকে জানে মেরে ফেলা হবে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী হোসেন খান জানান, এ বিষয়ে থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে এবং আসামি গ্রেপ্তার করে সোমবার আদালতে প্ররন করা হয়েছে।