টাঙ্গাইলে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা

নিউজ ডেস্ক | মঙ্গলবার ,০১ জানুয়ারি ২০১৯:
টাঙ্গাইলের বাসাইলে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করেছে। ওই নারী বাসাইল উপজেলার নথখোলা পৌলীপাড়া এলাকার ধলা খানের স্ত্রী মনোয়ারা বেগম (৪২)।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত মনোয়ারা বেগমের স্বামী ধলা খান ও ছেলে আল-আমীন দীর্ঘদিন যাবৎ সৌদি প্রবাসী। এজন্য তিনি ঐ বাড়িতে একাই বসবাস করতেন। তিনি প্রতিদিনের মতো সোমবার রাতে ঘুমাতে যান। সকালে স্থানীয়রা তার গলা কাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ওই নারীর সঙ্গে প্রতিবেশির জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল বলেও জানিয়েছে পুলিশ।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর