August 2, 2025, 3:12 pm

আনুষ্ঠিকতার মধ্য দিয়ে যাত্রা শুরু করলো বার্তা সংস্থা ফটো বাংলা এজেন্সি (পিবিএ)

Reporter Name 181 View
Update : Friday, January 11, 2019

রাসেল খান,
আনুষ্ঠিকতার মধ্য দিয়ে যাত্রা শুরু করলো বার্তা সংস্থা ফটো বাংলা এজেন্সি (পিবিএ)। শুক্রবার সকাল ১১ দিকে সংস্থাটির উত্তরাস্থ কার্যালয়ে ফিতা ও কেক কাটার মধ্যদিয়ে পথচলার সূচনা শুরু করলো সংস্থাটি।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ।

অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ এবং লায়ন সেলিমা আজিজসহ অন্যান্যরা।
স্বাগত বক্তব্যে পিবিএ’র সম্পাদক জাহিদ ইকবাল অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে দেশব্যাপী সাংবাদিক নিপিড়নের বিষয়টি তুলে ধরেন। তিনি আরো বলেন, ‘পিবিএ বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা করবে।’

প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ বলেন, ‘দেশকে এগিয়ে নিতে হলে সাংস্কৃতিকভাবেই এগিয়ে যেতে হবে। মানুষের সঙ্গে থাকতে হবে। দেশকে ভালবাসতে হবে। এই দেশকে, দেশের মানুষকে ভালবেসেই বঙ্গবন্ধু জেল-জুলুমের শিকার হয়েও একটি স্বাধীন ভূখন্ড উপহার দিয়ে গেছেন। ছবির শক্তি ব্যাপক। রোহিঙ্গা নির্যাতনের বিষয়টি বিশ্বব্যাপী এই ছবির কারণেই নিন্দার কারণ হয়েছে।’

সাংবাদিকতার ক্ষেত্রে পেশাদারিত্ব এবং প্রশিক্ষণের ওপরও জোর দেন তিনি।

সংস্থাটির সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নিজের প্রত্যাশা সম্পর্কে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আপনাদের হাতে ক্যামেরা নামের যে যন্ত্রটি রয়েছে, সেটি মিথ্যে বলে না। সেটিকে দিয়ে মিথ্যে বলাবেন না। দেশে এখন বিরোধী দল নেই। আপনি, আমি-ই বিরোধী দল। আমাদের রিয়্যাকশনের মাধ্যমেই সরকার তার করণীয় সম্পর্কে বুঝতে পারবেন। সত্য প্রকাশের ক্ষেত্রে সাহসী হতে হবে। এক্ষেত্রে কোন আপোস করলে চলবে না।’

সংস্থাটির পথচলার প্রতি শুভ কামনা জানিয়ে সৃষ্টিকর্তার প্রতি দোয়া করেন তিনি।

সঙ্গীতের নক্ষত্র কুমার বিশ্বজিৎ তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘সাংবাদিকদের সমাজের দর্পণ বলেই মনে করি। ন্যায়-অন্যায়বোধ যেন ফুরিয়ে না যায় সে দিকে লক্ষ্য রাখতে হবে। আমি আপনাদের প্রতিবেশী। যদি কখনো আমার কোন সহায়তা লাগে তবে আমি সেটা অবশ্যই করবো।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সারোয়ার আলম, জিলানী মিল্টন, দীপংকর গৌতম, হাবিবুর রহমান, আতিকুল ইসলাম, সিরাজ মিয়া, মো. মঞ্জুর হোসেন ঈসা, রফিকুল ইসলাম, রাসেল খান,আলাউদ্দিন আল আজাত, বাবুল বিক্রমপুরি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর