উত্তরা বালুর ট্রাকস্ট্যান্ডে অগ্নিকান্ড

রাসেল খান,
রাজধানীর উত্তরা বালুর মাঠ ট্রাকস্টেন্ড অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বুধবার দুপুর ১ টার দিকে উত্তরা ১২ নম্বর সেক্টর খালপাড় সোনারগাঁও জনপথ সড়কের খাল পাড় বালুর ট্রাক স্ট্যান্ড সংলগ্ন রূপায়ন গেটের দক্ষিণ পাশে রাস্তার পাশে ফেলে রাখা বিপুল পরিমান কাঁকড়ার ঝুড়িতে হঠাৎ করে আগুন লাগে। মুহুর্ত্বের মধ্যে আগুনের লেলীহান শিখা গুলো চারপাশে ছড়িয়ে পড়েন। দাউ দাউ করে অগুন জ্বলতে থাকে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো: সফিকুল ইসলাম বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে কোন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। আমরা ধারনা করছি সিগারেটের অগুন থেকে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর