August 8, 2025, 3:43 am

পাকিস্তান সুপার লিগ: উদ্বোধনী ম্যাচে রাতে মাঠে নামছে ইসলামাবাদ-লাহোর

Reporter Name 150 View
Update : Thursday, February 14, 2019

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৯:
আজ থেকে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। চতুর্থ আসরের প্রথম দিনে থাকছে একটি ম্যাচ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড আর লাহোর কালান্দার্স।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ১১টা ৪৫ মিনিটে খেলাটি শুরু হবে। ১৪ ফেব্রুয়ারি শুরু হয়ে টি-টোয়েন্টি এ টুর্নামেন্টটি চলবে আগামী ১৭ মার্চ পর্যন্ত। ছয়টি দল এতে অংশ নিয়েছে। খেলা হবে মোট ৩৪টি।

ছয়টি দলের মধ্যে রয়েছে- ইসলামাবাদ ইউনাইটেড, লাহোর কালান্দার্স, করাচি কিংস, মুলতান সুলতানস, পেশওয়ার জালমি, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।

প্রথমবারের মতো এই লিগে খেলতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার তথা বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। ডি ভিলিয়ার্স ছাড়াও এবারের পিএসএলে থাকছেন শেন ওয়াটসন, আন্দ্রে রাসেল, লুক রঞ্চি, ডোয়াইন ব্রাভো, রাইলি রুশো, ড্যারেন স্যামি, কাইরন পোলার্ড, লিয়াম ডসন, লরি ইভান্স, ডেভিড মালান, ক্রিস জর্ডান, সিকান্দার রাজা, ব্রেন্ডন টেলর, সামিত প্যাটেলের মতো বিদেশি তারকারা।

পিএসএলের নকআউটপর্বের সবগুলো ম্যাচই হবে পাকিস্তানে। আর এ নিয়ে ঘোর আপত্তি রয়েছে টুর্নামেন্টে অংশ নেয়া বেশ কয়েকজন তারকা খেলোয়াড়ের।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর