August 26, 2025, 6:35 pm

নির্মাণ শ্রমিকদের জন্য পেনশন চালুর দাবি

Reporter Name 184 View
Update : Saturday, February 16, 2019

নিউজ ডেস্ক | শনিবার ১৬ ফেব্রুয়ারি ২০১৯:
সামাজিক নিরাপত্তা রক্ষা‌র্থে অর্থ সংগ্রহ করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক নির্মাণ শ্রমিকদের জন্য পেনশন স্কিম চালু করার দাবি জানিয়েছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাফ)। শনিবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের অভ্যন্তরে নির্মাণ শিল্পের সাথে প্রায় ৪০ লক্ষ নির্মাণ শ্রমিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের নির্মাণ শ্রমিকরা কাজ করে বৈদেশিক মুদ্রা আমাদের দেশে প্রেরণ করছেন। এই বাস্তব সত্য অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু নির্মাণ শ্রমিকদের জন্য আজ পর্যন্ত সামাজিক নিরাপত্তার কথা কেউ ভাবে না।

বক্তারা আরও বলেন, নির্মাণ শ্রমিকরা সরকারি-বেসরকারি, ব্যক্তি মালিকানাধীন স্থাপনা গড়ে তুল‌ছে। সেখান থেকে সামান্য অর্থ সরকারি উদ্যোগে সংগ্রহ এবং অর্থ মন্ত্রণালয় হতে অর্থ বরাদ্দ করে নির্মাণ শ্রমিকদের সামাজিক নিরাপত্তার আওতায় আনা আজ সময়ের দাবি। তাই বিভিন্ন সেক্টর থেকে নির্মাণ শ্রমিকদের সামাজিক নিরাপত্তার লক্ষ্যে অর্থ সংগ্রহ করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক নির্মাণ শ্রমিকদের জন্য পেনশন স্কিম চালু করা হোক।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাকসহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্যরা।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর