October 26, 2025, 1:50 pm

‘সুন্দর মন-সুস্থ্য জীবন’ স্লোগানে মাধবদীতে সুখায়ূ’র কমিটি গঠন

Reporter Name 181 View
Update : Saturday, February 23, 2019

আব্দুল কুদ্দুস,মাধবদী (নরসিংদী) সংবাদদাতা:
‘সুন্দর মন-সুস্থ্য জীবন’ এই স্লোগানকে সামনে রেখে একুশের চেতনায় সৃষ্টি হয়েছে একটি অ-রাজনৈতিক-সামাজিক ও সেবামূলক সংগঠন ‘সুখায়ূ’র কমিটি গঠন করা হয়েছে। নব-গঠিত এ সংগঠনে বিশিষ্ট ব্যবসায়ি মোক্তাদিন ডাইং প্রিন্টিং এন্ড ফিনিসিং মিল এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো: জাকির হোসেনকে চেয়ারম্যান করা হয়। ৩৫ সদস্য বিশিষ্ট এ কমিটির কো চেয়ারম্যান আলহাজ্ব মো: সাহাদাৎ হোসেন, প্রেসিডিয়াম সদস্য মো: সাইদ হাসান কাজল, আলহাজ্ব মো: আইয়ুব আলী, আলহাজ্ব মো: আবু হানিফ, আলহাজ্ব মো: আলী হোসেন, মো: জুলহাস ময়িা, মো: ইউনুছ ফকির ও মাধবদী থানা প্রেস ক্লাবের সাহিত্য-সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাজী মো: আহসান হাবীব রোমানকে সাধারণ সম্পাদক করা হয়। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকালে নরসিংদীর মাধবদীতে ভগীরথপুরে অবস্থিত আমরা গার্ডেনে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ সংগঠনের শুভ উদ্বোধন করা হয়। পরে শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এক জরুরী সভার মাধ্যমে এ কমিটি চুরান্ত করা হয়।

আহসান হাবীব রোমান এর সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নব-গঠিত চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন, সুখায়ূ’র সদস্য হাজী মো: আবুল হোসেন, মো: শাহিন মিয়া, হাজী মো: সফিউদ্দীন, মো গোলজার, মো: বোরহান, মো: গোপাল শাহা, ননী বাবু, মাখন সরকার, মো: এমদাদ হোসেন, হাজী মো: অমিত হাসান প্রান্ত, ইউপি সদস্য তুহিন, আপেল মাহমুদ চৌধুরী, আব্দুল গফুর মিয়া (স্বপন) মিয়া, মুক্তাদিন হোসেন, মাহাবুবুুল হোসেন টিপু, আমজাদ হোসেন, হারুনুর রশিদ হৃদয়, ফারুক মিয়া, বাচ্ছু মিয়া প্রমূখ।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর